
রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হবে: ডোনাল্ড ট্রাম্প
Progga News Desk:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হয়ে যাবে বলে তিনি আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে, তা জানাননি ট্রাম্প।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শুধু এই আশার কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়ার পর দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করবে ও প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধশালী হবে।ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর শনিবার (১৯ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।
এদিকে, কিয়েভের কমান্ডার ইন চিফ সিরস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেও ড্রোন হামলা চালিয়েছে ও গোলা ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো অন্তত দুই হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।
এদিকে, রাশিয়া জানিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে। প্রথমে আক্রমণ করেছে ইউক্রেনই।
জেলেনস্কি বলেছেন, আগামী ৩০ দিনের জন্য বেসামরিক পরিকাঠামোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক। পরে তার মেয়াদ আরো বাড়ানো যেতে পারে। এভাবেই যুদ্ধবিরতি সম্ভব বলবে তিনি মনে করেন।
জেলেনস্কির মতে, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তার অর্থ তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন ড্রোন হামলা করেছে এবং কামান থেকে গোলাবর্ষণ করেছে। এর ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: ডয়চে ভেলে